আরুষি হত্যাকাণ্ডে বেকসুর খালাস পাওয়ার পর তার বাবা-মায়ের জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা ছিল বৃহস্পতিবারই। কিন্তু বুধবার এলাহাবাদ হাইকোর্ট তাদের বেকসুর খালাস করলেও নিয়মের গেরোয় তাদের দাসনা জেল থেকে ছাড়া পেতে হয়তো সোমবার হয়ে যাবে। সিবিআই কোর্টের নির্দেশে এতদিন এখানে যাবজ্জীবন সাজা কাটছিলেন পেশায় দন্ত চিকিৎসক তলোয়ার দম্পতি। উচ্চ আদালতের রায়ে ছাড়া মিললেও গারদের বাইরে আকাশ দেখতে জেলের নিয়ম সম্পূর্ণ হওয়া প্রয়োজন।
সূত্রের খবর, জেলের আধিকারিকদের হাতে এখনও আদালতের নির্দেশের কপি এসে পৌঁছয়নি। আর কাউকে ছাড়ার ক্ষেত্রে ফ্যাক্স বা ই-মেল যথেষ্ট নয়। তাই কাগজ হাতে পেতে উইকএণ্ড। তাই সপ্তাহান্তের ছুটির পরই মিলবে মুক্তি। অর্থাৎ তা হতে হতে সোমবার। এদিকে মা-বাবা না হলে আরুষিকে কে হত্যা করল তা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।