মেয়ের বিয়ের ১০ দিন আগে হবু জামাইয়ের সঙ্গে পালালেন শাশুড়ি, সঙ্গে নিলেন টাকা, গয়নাও
বিয়ের ঠিক ১০ দিন আগে হবু শাশুড়িকে নিয়ে চম্পট দিলেন হবু জামাই। মেয়ের বিয়ের জন্য রাখা টাকা, গয়না সবই সঙ্গে নিয়ে গেছেন মেয়ের মা।

মেয়েকে বিয়ে করতে এসে মেয়ের মাকে পছন্দ হয়ে গেল হবু জামাইয়ের। বিয়েটা স্থির হওয়ার পর স্বভাবতই মেয়ের বাড়িতে আয়োজন শুরু হয়ে যায়। টাকা, গয়নাও বাড়িতে আলমারিতে রাখা ছিল। তখনই বাড়ির সকলের একটি বিষয়ে সন্দেহ হয়।
বিয়ে যাঁকে করতে চলেছেন সেই তরুণীকে ছেড়ে হবু জামাই মেয়ের মায়ের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলছেন। প্রথমে শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক ভাল হচ্ছে বলে মনে হলেও পরে সেটা পাত্রী শিবানীর বাবার চোখেও লাগে। তবে তিনি তখন কিছু বলেননি।
স্থির করেছিলেন মেয়ের বিয়েটা মিটে যাক। তারপর স্ত্রীর জামাইয়ের সঙ্গে এভাবে ফোনালাপ নিয়ে কথা বলবেন। কিন্তু তার আর সময় পেলেননা তিনি। ১৬ এপ্রিল বিয়ে। তার আগে ৬ এপ্রিলই কাউকে কিছু বুঝতে না দিয়ে শিবানীর মা অনিতা তাঁর হবু জামাই রাহুলের সঙ্গে চম্পট দেন।
শিবানীর দাবি, যাওয়ার সময় তাঁর মা সাড়ে ৩ লক্ষ টাকা নগদ এবং ৫ লক্ষ টাকার গয়না নিয়ে পালিয়েছেন। বিরক্ত এবং অবসাদগ্রস্ত শিবানীর এও বক্তব্য যে তাঁর মা যা ইচ্ছে করুন। তাতে তাঁর কিছু যায় আসেনা। তবে টাকা আর গয়নাটা ফেরত দিন তিনি।
কোথায় গেলেন তাঁর স্ত্রী? সেটা প্রথমে কেউই বুঝতে পারেননি। হবু জামাইয়ের সঙ্গে যে তিনি পালাতে পারেন এটাও কার্যত ছিল স্বপ্নের অতীত। তবে রাহুলকে ফোনে পাওয়ার পর শিবানীর বাবা জানতে পারেন তাঁর স্ত্রী মেয়ের হবু বরের সঙ্গে পালিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে।