যুবকের মুখের মধ্যে সাঁতার কাটতে শুরু করল একটি মাছ, এরপরই ঘটল সেই ঘটনা
এক যুবকের মুখের ভিতর একটি মাছ সাঁতার কাটতে শুরু করে। এজন্য হয়তো প্রস্তুত ছিলেননা ওই যুবক। এরপর যা হল তা ভেবে শিউরে উঠছেন অনেকেই।

ওই যুবক তাঁর বন্ধুদের সঙ্গে কাছের দিঘিতে মাছ ধরতে যেতেন। ছিপ ফেলে নয়। তিনি বন্ধুদের সঙ্গে জলেই নেমে পড়তেন। তারপর হাত দিয়েই মাছ ধরে ফেলতেন। বন্ধুরা মিলে তারপর জল থেকে ধরা মাছগুলিকে ডাঙায় তুলে আনতেন।
এদিন অবশ্য আর কাউকে সঙ্গে যাওয়ার জন্য হয়তো পাননি তিনি। তবে মাছ ধরার ইচ্ছেটা মাথাচাড়া দেয়। অগত্যা তিনি একাই গিয়ে নেমে পড়েন দিঘির জলে। হাত দিয়ে মাছ ধরায় দক্ষতা তৈরি হওয়ায় ২টি মাছ ধরেও ফেলেন।
কিন্তু সে ২টিকে ডাঙায় আনবেন কীভাবে? কেউ তো সঙ্গে নেই! অগত্যা তিনি একটি মাছ হাতে চেপে ধরেন আর অন্যটিকে মুখ দিয়ে চেপে ধরেন। ২টি মাছই তখন ছটফট করছে। মুখের মাছটি আচমকা ছটফট করতে করতে তাঁর মুখের মধ্যে ঢুকে পড়ে।
জলেই ছিলেন যুবক। হয়তো জলের স্পর্শে মাছটি তখনও সতেজ ছিল। ফলে সেটি যুবকের মুখের মধ্যেই সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়। আর তা করতে গিয়ে মাছটি আটকে যায় যুবকের শ্বাসনালীতে।
তিনি আপ্রাণ চেষ্টা করতে থাকেন মাছটিকে বার করার। কিন্তু পারেননি। জল থেকে উঠে তিনি গ্রামের দিকে ছোটেন। কিন্তু যতক্ষণে গ্রামবাসীরা তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছন ততক্ষণে সব শেষ।
চিকিৎসকেরা জানিয়ে দেন চেন্নাইয়ের বাসিন্দা মণিকন্দনের দেহে আর প্রাণ নেই। যে মাছকে তিনি ধরেছিলেন, সেই কেড়ে নিল তাঁর জীবন।
খবরটি সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত হয়। তারপর নানা সংবাদমাধ্যমে খবরটি ছড়ায়। শিউরে ওঠার মত এই ঘটনার খবরে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেছেন।