বৃদ্ধকে বাসের সিট ছাড়লেন যুবক, উত্তরে বৃদ্ধ যা বললেন তা ভুলতে পারছেন না তিনি
ভিড় বাসে অনেক সময়ই বয়স্ক কাউকে দেখলে মানুষ বসার সিট ছেড়ে দেন। এক্ষেত্রে এক যুবকও তাই করেছিলেন। কিন্তু তারপর বৃদ্ধের উত্তর তিনি ভুলতে পারছেন না।

এক যুবক অফিস থেকে ফিরছিলেন। ক্লান্ত, অবসন্ন শরীরটা আর যেন চলছিল না। তিনি বাড়ি ফেরার বাসে ওঠেন। বাসে লোকজন ভালই। তবে তিনি একটি সিট পেয়ে যান। ক্লান্ত দেহে এই সিট পাওয়াটা তাঁর কাছে বেশ বড় প্রাপ্তি ছিল।
যুবক বসেছিলেন সিটে। এমন সময় এক বৃদ্ধ বাসে ওঠেন। তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি খুবই ক্লান্ত। যুবক তাঁর নিজের ক্লান্তি ভুলে একটুও না ভেবে উঠে দাঁড়ান সিট থেকে। বসতে দেন ওই বৃদ্ধকে।
এই পর্যন্ত সব ঠিক ছিল। অনেকে বাসের সিট ছেড়ে দেন বৃদ্ধদের। কিন্তু সিট পাওয়ার পর ওই বৃদ্ধ যা বলেন তা যুবক ভুলতে পারছেন না। ফলে তিনি তা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন।
বৃদ্ধ সিট পাওয়ার পর হেসে যুবককে ধন্যবাদ জানান। তিনি যুবকের কাছে জানতে চান তিনি কি কাজ করেন। কেমন চলছে তাঁর। এমন টুকটাক কথা বলতে বলতে তিনি জানান, গত ৪ দিন ধরে তিনি কারও সঙ্গে কোনও কথা বলেননি। তিনি চাইছিলেন তাঁর কথা কেউ শুনুক।
বৃদ্ধ এরপর আরও কথা বলে যান। যুবকটি তা মন দিয়ে শোনেন। যা তাঁকে ছুঁয়ে যায়। আপাতদৃষ্টিতে ছোট্ট একটা ঘটনা। কিন্তু এমন এক অভিজ্ঞতা তিনি কখনও হয়তো ভুলতে পারবেননা।
এই পৃথিবীতে বৃদ্ধদের অনেক কথা বলার থাকে। কিন্তু অনেক পরিবার তাঁদের ব্রাত্য করে ফেলে। কথা বলার মানুষ খোঁজেন তাঁরা। কিন্তু শোনার সময় কারও হাতে থাকেনা।