National

বিখ্যাত সিমলিপাল জঙ্গলের মুকুটে নতুন পালক, পেয়ে গেল বিশেষ তকমা

সিমলিপাল জঙ্গলের কথা অনেকেই জানেন। ভারতের জঙ্গল মানচিত্রে সিমলিপাল অবশ্যই একটি বড় নাম। যার মুকুটে জুড়ে গেল বিশেষ পালক।

সিমলিপালের জঙ্গলের কথা অনেকের জানা। বিশেষ করে জানা সেখানকার বাঘদের জন্য। ২ হাজার ৭৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এ জঙ্গলে অনেকে বেড়াতে যান। উপভোগ করেন সবুজ প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ।

শুধু বাঘ বলেই নয়, নানাধরনের পশুপাখির নিশ্চিন্ত ঠিকানা ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এই বিখ্যাত জঙ্গল। এই সিমলিপাল এবার এক বিশেষ তকমা পেয়ে গেল। যা ওড়িশার মুখ্যমন্ত্রীর অফিসের এক্স হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে। অবশ্যই এটা সিমলিপালের প্রাপ্য ছিল বলে মনে করছেন অনেকে।


সিমলিপালের জঙ্গলকে এবার জাতীয় উদ্যানের তকমা দিল সরকার। প্রভিশন অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ১৯৭২ অনুযায়ী সিমলিপালের জঙ্গলকে জাতীয় উদ্যান করা হয়েছে। ফলে এখন থেকে সিমলিপাল ন্যাশনাল পার্ক হিসাবে গণ্য হবে।

বহুদিন ধরেই এই তকমা পাওয়ার আশায় দিন গুনছিলেন ওড়িশাবাসী। ফলে এই ঘোষণা অবশ্যই সিমলিপালের জন্য বড় প্রাপ্তি। ভারতের ১০৭টি জাতীয় উদ্যানের তালিকায় নবতম সংযোজন হল এটি। ওড়িশার এটি সবচেয়ে বড় জাতীয় উদ্যান হিসাবে সামনে উঠে এল।


সিমলিপাল টাইগার রিজার্ভ ওড়িশার সবচেয়ে বড় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ছিলই। এবার তার সঙ্গে যুক্ত হল জাতীয় উদ্যানের স্বীকৃতিও। সিমলিপাল জঙ্গলের উত্তর ও দক্ষিণভাগের আরও কিছুটা করে অংশ জুড়ে দেওয়া হয়েছে এই জাতীয় উদ্যানের অংশ হিসাবে।

প্রসঙ্গত জাতীয় উদ্যানের স্বীকৃতি পাওয়া জঙ্গলে কোনও মানুষের জনবসতি থাকেনা। থাকতে পারেনা। সেই সঙ্গে এই জঙ্গলের এলাকার মধ্যে গৃহপালিত পশুদের জন্য কোনও চারণভূমি থাকবেনা। ফলে এখানে গরু, ভেড়া, ছাড়ল ইত্যাদি চড়াতে নিয়ে আসতে পারবেননা কেউ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button