পৃথিবীর সবচেয়ে বড় মিয়াওয়াকি জঙ্গল রয়েছে ভারতে, কোথায় জানলে অবাক হবেন
পৃথিবীর সবচেয়ে বড় মিয়াওয়াকি জঙ্গলটা রয়েছে এই ভারতেই। কোথায় জানলে অনেকেই অবাক হয়ে যেতে পারেন। সেখানে যে এমন ঘন জঙ্গল থাকতে পারে তা ভাবনার অতীত।

পৃথিবীর নানা দেশেই মিয়াওয়াকি জঙ্গল রয়েছে। এটা কোনও বিশেষ গাছের জঙ্গল বা এ জঙ্গলে বিশেষ কোনও পশুর বাস এমনটা নয়। আর পাঁচটা জঙ্গলের মতই এই জঙ্গল। ঘন, সবুজ গাছে ভরা। যেখানে অনেক পশুপাখির বাস।
অন্য দেশের মত ভারতেও রয়েছে মিয়াওয়াকি জঙ্গল। বিশ্বের সবচেয়ে বড় মিয়াওয়াকি জঙ্গলটাই রয়েছে ভারতে। কোথায় জানলে অনেকেই অবাক হতে পারেন। তবে তার আগে জানা দরকার হল কি এই মিয়াওয়াকি জঙ্গল।
জাপানের এক গবেষক আকিরা মিয়াওয়াকি এই ধরনের জঙ্গলের আবিষ্কর্তা। তিনিই শিখিয়েছিলেন এই জঙ্গল তৈরির প্রযুক্তি। যেসব জায়গা রুক্ষ, শুকনো, যেখানে গাছ প্রায় থাকেনা, শুকনো মাটি পড়ে থাকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেসব জায়গাকে বিশেষ প্রযুক্তির সাহায্যে ক্রমে গাছ বেড়ে ওঠার উপযোগী করে তোলা হয়।
বাইরে থেকে জল এনে জলসেচ করা হয়। নিয়মিত যাতে জল পায় মাটি তার ব্যবস্থা করা হয়। তারপর সেখানে গাছের চারা রোপণ করা হয়। যে চারাগুলি ২ থেকে ৩ বছরের মধ্যেই বড় গাছে পরিণত হয়।
বঞ্জর জমি হয়ে ওঠে সবুজে ভরা। মিয়াওয়াকি পদ্ধতির জঙ্গলে গাছের চারাগুলিকে খুব গায়ে গায়ে লাগানো হয়। যাতে জঙ্গলটা খুব ঘন হতে পারে।
গুজরাটে কচ্ছের ভুজের কাছে স্মৃতিবন নামে একটি বিশাল জঙ্গল রয়েছে। যা ২০০১ সালে ভূমিকম্পে প্রাণ হারানো মানুষজনের স্মৃতিতে তৈরি করা হয়। এই স্মৃতিবন একটি মিয়াওয়াকি জঙ্গল।
৩ লক্ষের ওপর গাছ নিয়ে তৈরি হয়েছে এই মিয়াওয়াকি জঙ্গল। যা কার্যত ভুজ শহরের অক্সিজেনের ভান্ডারে পরিণত হয়েছে। রাধাকৃষ্ণ নায়ার নামে এক গবেষকের অক্লান্ত প্রচেষ্টায় ভারতে এখন ১১৫টির মত মিয়াওয়াকি জঙ্গল তৈরি হয়েছে। শুকনো রুক্ষ অঞ্চলকে সবুজে ভরিয়ে তোলার এ এক অনবদ্য পদ্ধতি।