National

কোথাও বৃষ্টি থামছে না, কোথাও ৪৬ ডিগ্রিতে পারদ, দেশে এবার বৈপরীত্যে ভরা গ্রীষ্ম

বৈশাখ মাসের মাঝামাঝি পৌঁছে ভরা গ্রীষ্মে এক চরম বৈপরীত্যে ভরা আবহাওয়া দেখছে ভারত। কোথাও বৃষ্টির ধাক্কায় বন্যা হওয়ার উপক্রম, তো কোথাও ৪৬ ডিগ্রিতে পুড়ছে চারধার।

গ্রীষ্মকাল যে কতটা ভয়ংকর হতে পারে তা গতবছরই দেখেছে ভারত। অনেক জায়গাই গরমের মাত্রা ছাড়িয়ে যায়। কলকাতা ৪৩ ডিগ্রির গরম প্রত্যক্ষ করে। যা শহরবাসী কখনও দেখেননি। রেকর্ড ভাঙা সেই গরমে চরম অবস্থার শিকার হন মানুষ।

এবার সেই গ্রীষ্মেই কিন্তু দেশে এক চরম বৈপরীত্যে ধরা পড়ছে আবহাওয়ায়। একদিকে অসম ভাসছে। প্রবল বৃষ্টি। তার সঙ্গে ঝড়। খোদ গুয়াহাটি শহরেই অনেক বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। অনেক রাস্তায় জল জমে যায়।


কলকাতা সহ বাংলার বড় অংশই সোমবার ছিল মেঘে ঢাকা। আবহাওয়াও ঠিক গ্রীষ্মের দাবদাহের মত নয়। তার চেয়ে অনেকটাই ঠান্ডা। ফলে গ্রীষ্মে অমানুষিক কষ্ট, বেলা বাড়লে রাস্তায় বার হওয়াটা চ্যালেঞ্জে পরিণত হচ্ছেনা। শহর কলকাতাতেই এই মেঘ বৃষ্টি মাখা আবহাওয়া আগামী ৫ দিন বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

একদিকে যখন এমন পরিস্থিতি, তখন গ্রীষ্ম তার দাপট দেখাচ্ছে অন্য অংশে। রাজস্থানের একটা বড় অংশ এখন তাপপ্রবাহের কবলে। বারমেরে ৪৬ ডিগ্রির ওপর পারদ চড়েছে। তারই আশপাশে রয়েছে অন্য অনেক জায়গার পারদ।


আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিনে রাজস্থানের যোধপুর ডিভিশন এবং পশ্চিম রাজস্থানে প্রবল তাপপ্রবাহ চলবে। পারদ আরও চড়বে বলেই পূর্বাভাস। ফলে গ্রীষ্মের দাপট ভয়ংকর ভাবে প্রভাব ফেলছে রাজস্থানে।

এদিকে এরমধ্যেই পূর্ব সিকিমে আচমকা তুষারপাত হয়েছে। ফলে চারধার বরফের চাদরে ঢাকা পড়ে যায়। ৮০০ জনের ওপর পর্যটক আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button