ভারতে নিষিদ্ধ ১৬টি পাক ইউটিউব চ্যানেল, তালিকায় রয়েছে শোয়েব আখতারে চ্যানেলও
পহেলগামের ঘটনার পর এবার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হল ভারতে। যে তালিকায় প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও রয়েছে।

পহেলগামের ঘটনায় এখনও শোকাহত গোটা দেশ। পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটকদের উপর কাপুরুষের মত গুলিবর্ষণ করে ২৬টি প্রাণ কেড়ে নেয়। যার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্কার করে দিয়েছেন দোষীদের চরম শাস্তির ব্যবস্থা তিনি করবেন।
পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এই ঘটনার নিন্দা করেছেন। কিন্তু পহেলগামের ঘটনার পর পাকিস্তানের অনেক ইউটিউব চ্যানেল ভারত সম্বন্ধে ভুল তথ্য পরিবেশন করে চলেছে। ভারতীয় সেনা ও সুরক্ষাবাহিনীর বিরুদ্ধে সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আর তা করা হচ্ছে জম্মু কাশ্মীরের পহেলগামের ঘটনার পর।
এমন ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে তাই নিষিদ্ধ করেছে ভারত। ভারতে এই চ্যানেলগুলি দেখা যাবেনা। পহেলগামের ঘটনার পরও পাকিস্তান কিন্তু ভারত সম্বন্ধে ভুল তথ্য পরিবেশন করেই চলেছে।
যে পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলি ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারমধ্যে রয়েছে, সমা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রফতার, দ্যা পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সমা স্পোর্টস, উজেইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা সিরাজি, মুনিব ফারুকের মত চ্যানেলগুলি।
প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলকেও পহেলগামের ঘটনার পর ভারত বিরুদ্ধ প্রচারের জন্য ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতের এই ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার পর সেগুলির কোনও কনটেন্ট ভারতে আর দেখা যাবে না। ভারতের সুরক্ষা ও অখণ্ডতা রক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা