একটি ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হল ৩ টুকরো মানুষের দেহ। মৃত ব্যক্তির নাম বিপিন চাঁদ যোশী। দিল্লির মেহরৌলি এলাকার ওই ভাড়া বাড়ির দরজা ভেঙে পুলিশে দেহের টুকরো উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বিপিন কাছেই একটি বার কাম রেস্তোরাঁয় বারটেন্ডারের কাজ করতেন। গত ১২ অক্টোবর বিপিনের ভাই এসে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। দিল্লি পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে রেস্তোরাঁয় বিপিন কাজ করতেন সেখানে গত সোমবার থেকে কাজে যাননি তিনি। তাঁর পরম বন্ধু বাদল মণ্ডলও ওই রেস্তোরাঁরই কর্মী। সেও সোমবার থেকে বেপাত্তা। ২ জনে একই দিন থেকে বেপাত্তা হয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয়। আরও খোঁজখবর করে তারা জানতে পারে ২ বন্ধুকে বাদলের ভাড়া বাড়িতেই শেষবার দেখা গিয়েছিল।
প্রসঙ্গত বাদল মণ্ডল মেহরৌলির ওই ভাড়া বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকত। সম্প্রতি কোনও এক অজ্ঞাত কারণে সে স্ত্রী ও সন্তানদের পশ্চিমবঙ্গে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। পুলিশ বাদল মণ্ডলের ভাড়া বাড়িতে হাজির হয়। কিন্তু বাড়ি বাইরে থেকে ছিল তালা বন্ধ। পুলিশ এরপর বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে। ঢোকার পড়েই তাদের নাকে ভেসে আসে একটা পচা দুর্গন্ধ। সেইসঙ্গে গোটা বাড়ি জুড়ে সর্বত্র রক্তের দাগ। পচা গন্ধ ফ্রিজ থেকে আসছে দেখে ফ্রিজে খোলেন পুলিশ আধিকারিকরা। সেখানেই দেখা যায় কালো প্যাকেটে মোড়া ৩টি মাংসের টুকরো, ফ্রিজের ৩টি থাকে রাখা। পরে জানা যায় ওই ৩টি টুকরোই বিপিন চাঁদ যোশীর। ঘর থেকে একটি মাংস কাটার চপারও উদ্ধার করেছে পুলিশ। আপাতত পুলিশের চোখে প্রধান অভিযুক্ত বিপিন মণ্ডল। তাকে খুঁজছে পুলিশ।