মাস ছয়েক আগে পঞ্জাবে বিধানসভা জিতে নিয়েছে কংগ্রেস। এবার সেই পঞ্জাবের গুরদাসপুর লোকসভা উপনির্বাচনে বিজেপিকে কার্যত উড়িয়ে দিল কংগ্রেস। কংগ্রেস, আপ ও বিজেপির মধ্যে ছিল ত্রিমুখী লড়াই। যে লড়াইতে আপ-ও যথেষ্ট ভাল ফল করেছে। তবে মূল লড়াই ছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে। আর সেখানেই বিজেপি প্রার্থী স্মরণ সালারিয়াকে ১ লক্ষ ৯৩ হাজার ভোটে হারিয়ে দলকে কিছুটা অক্সিজেন যোগালেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর। পঞ্জাব কংগ্রেসের প্রধান জাখর এদিন জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই ফল আসলে কেন্দ্রের এনডিএ সরকারের জন্য গণভোট। গুরদাসপুরের জনতা তাঁদের বার্তা কেন্দ্রের কাছে পাঠিয়ে দিলেন। রাজ্যের কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু এই জয়কে দিওয়ালির আগাম উপহার হিসাবেই ব্যক্ত করেছেন। অন্যদিকে সুনীল জাখরকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
গুরদাসপুর থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন সিনেমা তারকা বিনোদ খান্না। তাঁর প্রয়াণে ওই আসন খালি হয়েছিল। ফলে উপনির্বাচন। সেই উপনির্বাচনে গুরদাসপুরের মত বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেস বিপুল ভোটে জিতে কী তাহলে সত্যিই ২০১৯-এ বিজেপির জন্য সূচ্যগ্র মেদিনী না ছাড়ার বার্তা পৌঁছে দিল? রাজনৈতিক মহল কিন্তু মেনে নিচ্ছে ২০১৯-এর আগে এই জয় কংগ্রেসের জন্য যেমন ভাল খবর, তেমনই বিজেপির জন্য সামান্য হলেও চিন্তার।