বেঙ্গালুরুতে গ্যাসের সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ বাড়ির ভাঙা স্তূপের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে আছেন। স্তূপের নিচে তাঁরা কী অবস্থায় রয়েছেন তা পরিস্কার নয়। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরুর ইজিপুরা এলাকার একটি আবাসনে এদিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তারপরই বাড়ির একাংশ ভেঙে পড়ে।
বেঙ্গালুরু উন্নয়নমন্ত্রী কে জে জর্জ মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের মাথা পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। এছাড়া এক বালিকা যার বাবা-মা-র এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে, তার ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব কর্ণাটক সরকারের বলে জানিয়েছেন মন্ত্রী। এদিন ঘটনার পরই ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।