হিজবুল নেতা সৈয়দ সালাউদ্দিনের ছেলেকে গ্রেফতার করল এনআইএ
জম্মু কাশ্মীরে নাশকতার জন্য অর্থ সরবরাহের অভিযোগে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফকে গ্রেফতার করল এনআইএ।
জম্মু কাশ্মীরে নাশকতার জন্য অর্থ সরবরাহের অভিযোগে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফকে গ্রেফতার করল এনআইএ। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ২০১১ সালে নাশকতায় অর্থ সরবরাহ সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে সৈয়দ শাহিদ ইউসুফকে জাতীয় গোয়েন্দা সংস্থার দিল্লি মুখ্য কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তারপরই তাকে গ্রেফতার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ গত সোমবারই কাশ্মীরের সব পক্ষের সাথে শান্তি ফেরানোর জন্য আলোচনা শুরুর কথা ঘোষণা করেন। এই আলোচনা চালানোর জন্য পূর্বতন ইন্টেলিজেন্স ব্যুরো উপদেষ্টা দীনেশ্বর শর্মাকে প্রধান হিসাবে নিযুক্ত করেন তিনি। তার মাত্র একদিন পর মঙ্গলবার এই গ্রেফতারির ঘটনা ঘটল।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের ফলে এনআইএ জানতে পেরেছে আরেক অভিযুক্ত সিরিয়ার গুলাম মহম্মদ ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে সৈয়দ সালাউদ্দিনের নির্দেশেই সৈয়দ শাহিদ ইউসুফকে টাকা পাঠাত।