
কী লিখতে চেয়েছিলেন তা কারও জানা নেই। কারও মতে কাঁচা ভুল। আবার তাঁর দলের মতে তিনি ইচ্ছে করেই ভুল লিখেছিলেন। তবে খুদে পড়ুয়াদের পড়াতে গিয়ে ব্ল্যাক বোর্ডে এলিফ্যান্টের যে বানান তিনি লিখেছিলেন তা চরম ভুল সন্দেহ নেই। ঘটনাটি ঘটেছে গুজরাটে। গুজরাটের স্বাস্থ্য, পরিবহণ ও নগরোন্নয়ন মন্ত্রী শঙ্কর চৌধুরী রাজ্যে স্কুল চলো অভিযানের অংশ হতে হাজির হয়েছিলেন একটি স্কুলে। সেখানে পড়ুয়াদের ইংরাজি ক্লাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ক্লাস নিতে গিয়ে ছাত্রছাত্রীদের ইংরাজি বানান শেখাচ্ছিলেন মন্ত্রীমশাই। বানান শেখাতে গিয়ে ব্ল্যাক বোর্ডে ELEPHANT বানানটি শেখাতে গিয়ে লেখেন ELEPHENT! আর যায় কোথায়! রাজ্যের এমবিএ মন্ত্রীর এমন বানান মুহুর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হাসির তুফান ওঠে ইন্টারনেটে। এর আগে ২০১২ সালে এই মন্ত্রীই বিধানসভা কক্ষে বসে ইন্টারনেটে অশ্লীল ছবি দেখার সময় হাতেনাতে ধরা পড়ে যান। তাঁর এমবিএ ডিগ্রি নিয়েও প্রশ্ন আছে। এসবের পর গায়ে পড়ে পড়াতে গিয়ে বানানের এমন পাণ্ডিত্যের নমুনা নিয়ে দেশ জুড়েই হাসাহাসি শুরু হয়েছে। মুখ বাঁচাতে বাধ্য হয়েই ময়দানে নামতে হয়েছে বিজেপিকে। গুজরাট বিজেপির দাবি, ভুল করে নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষা করতে ইচ্ছে করেই ভুল বানান লিখেছিলেন শঙ্কর চৌধুরী। কিন্তু সে সাফাইতে যে হাসি থামানো যাচ্ছেনা তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপি নেতৃত্ব।