১৮ অক্টোবর মুক্তি পাওয়া তামিল ছবি ‘মার্শাল’ আত্মপ্রকাশের পর থেকেই বিতর্কে জেরবার। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জিএসটি ও ডিজিটাল ইন্ডিয়া নিয়ে বিতর্কের জেরে মার্শাল এখন খবরের শিরোনামে। একের পর এক দক্ষিণী শিল্প সংস্কৃতি জগতের মানুষ এর পাশে দাঁড়াচ্ছেন। সেই তালিকায় গত সোমবারই যুক্ত হয়েছে দক্ষিণী নায়ক বিশালের নাম। এক বিজেপি নেতা এই সিনেমার পাইরেটেড ভার্সান অনলাইনে দেখায় তাঁকে খোলাখুলি তিরস্কার করেন বিশাল। বিষয়টি লজ্জাজনক বলেও জানান তিনি। তারপর দিন মঙ্গলবার সকালেই তাঁর চেন্নাইয়ের দফতরে হানা দেন আয়কর আধিকারিকরা।
সূত্রের খবর, বিশালের প্রোডাকশন কোম্পানি ৫১ লক্ষ টাকা টিডিএস জমা করেনি। সেই করের হিসাব নিতে এই অভিযান। এদিন বিশালের অফিসে জিএসটি ইন্টিলেলিজেন্স উইংয়েরও হানা হয় বলে খবর রটে। যদিও এই খবর সামনে আসার পর গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সের অধিকর্তা অভিযানের কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি এটি একটি ভুয়ো খবর। বিশালের অফিসে কোনও হানা হয়নি।
আয়কর হানার সময়ে বছর ৪০-এর তামিল অভিনেতা দফতরে উপস্থিত ছিলেন না। পরে বিশাল দাবি করেন, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি একজন সৎ করদাতা। তাই যে কোনও অবস্থার মুখোমুখি হতে তিনি প্রস্তুত।