National

ভারত ভ্রমণে আসা সুইস দম্পতিকে মারধর, রিপোর্ট তলব করলেন বিদেশমন্ত্রী

ভারতে ঘুরতে আসা এক সুইস দম্পতিকে মারধরের ঘটনায় রিপোর্ট তবল করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। অভিযোগ আগ্রা, ফতেপুরসিক্রি ঘুরতে এসে দুষ্কৃতীদের কবলে পরেন ওই বিদেশি দম্পতি। গত ৩০ সেপ্টেম্বর তাঁরা ভারতে আসেন। সুইজারল্যান্ডের এই দম্পতির দাবি, আগ্রা থেকে ফতেপুর সিক্রি যাওয়ার সময়ে একদল দুষ্কৃতী তাঁদের অনুসরণ করতে থাকে। কুমন্তব্যও করতে থাকে। সেলফি তোলারও প্রস্তাব দেয় দুষ্কৃতীদের মধ্যে একজন। সেলফি তুলতে রাজি না হওয়ায় তারা পাথর ছোঁড়ে বলেও অভিযোগ করেন ওই বিদেশি দম্পতি। এরপর ওই সুইস দম্পতি প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। মারধরের ফলে মহিলার হাত ভেঙ্গে যায় ও স্বামীর মাথায় আঘাত লাগে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ২ জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা সামনে আসার পর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ উত্তরপ্রদেশ সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন। বিদেশমন্ত্রকের প্রতিনিধি ওই সুইস দম্পতির সঙ্গে দেখা করবেন বলেও ট্যুইটে জানিয়েছেন বিদেশমন্ত্রী। ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button