বৃহস্পতিবার বিকেল। মুম্বইয়ের বান্দ্রা রেল স্টেশনের পাশের বিশাল বস্তি বেরামপারাতে কিছু বেআইনি অংশ ভেঙে ফেলতে অভিযান চালাচ্ছিলেন পুরসভার কর্মীরা। ঠিক সেই সময়েই আচমকা বস্তিতে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিমেষে এতটাই ভয়ংকর চেহারা নেয় যে তাকে ক্যাটাগরি চার আগুন বলে চিহ্নিত করে দমকল। যা আগুনের সবচেয়ে বৃহৎ আকারের একধাপ নিচে।
এদিন আগুন ছড়িয়ে পড়লে বান্দ্রার হারবার লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। বিকেল সাড়ে ৩টে নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। তারপরই এক এক করে ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক খবর, বস্তির মধ্যে একটি এলপিজি সিলিন্ডার ফেটেই এই আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি বস্তিতে শুরু হয়ে যায় হৈচৈ। বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। জ্বলতে থাকে বস্তির গায়ে গায়ে ঘর। কালো ধোঁয়ার কুণ্ডলী বহু দূর পর্যন্ত চোখে পড়েছে। বিকেলের আলোকে ম্লান করে আকাশ ছেয়ে যাওয়া ধোঁয়া আর চতুর্দিক জুড়ে হৈচৈ আর হাহাকারে ভয়ংকর চেহারা নেয় গোটা এলাকা। প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এদিনের অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন।