সংবিধান মেনে পতিদার সংরক্ষণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য কংগ্রেসকে খোলাখুলি বার্তা দিলেন গুজরাটে পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। তিনি শনিবার সাফ জানিয়েছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যে কংগ্রেসকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তা না হলে বিজেপির মত কংগ্রেসকেও যে তিনি ছেড়ে কথা বলবেন না তা এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন হার্দিক।
গুজরাট নির্বাচনে বিজেপির বড় কাঁটা হার্দিক প্যাটেলের পাতিদার আন্দোলন। যে ভোটব্যাঙ্ক নিয়ে কার্যতই কোনও আশার আলো দেখছে না বিজেপি। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে কংগ্রেস। কৌটিল্যের শিক্ষা মেনে শত্রুর শত্রু আমার বন্ধু নীতিতে এগোতে বারবার হার্দিককে তাঁদের পাশে থাকার আহ্বান জানিয়েছে চলেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এমন রটেও যায় যে রাহুল গান্ধীর সঙ্গে গোপন বৈঠক করেছেন হার্দিক। কিন্তু এদিন হার্দিক যা বললেন তাতে নতুন জটিলতা কংগ্রেসের সামনে।
এবার তাদের অবস্থান স্পষ্ট করতেই হবে। তা না হলে সুরাটে রাহুল গান্ধীর ৩ নভেম্বরের সভায় হার্দিককে নিয়ে আসার সব জল্পনায় জল ঢেলে দেবেন হার্দিক নিজেই। উল্টে পাতিদার আন্দোলনের আঁচ এবার লাগতে পারে কংগ্রেসের গায়েও।