
পাঠানকোট হামলা নিয়ে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজের সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পরে একটি যৌথ বিবৃতিতে তাঁরা জানান, পাঠানকোট হামলার তদন্তে আগামী ২৭ মার্চ ভারতে আসছে পাক তদন্তকারী দল। তদন্ত শুরু হবে ২৮ মার্চ থেকে। সূত্রের খবর, ইতিমধ্যেই পাক তদন্তকারীদের ভারতে আসার ভিসা মঞ্জুর করেছে ভারত সরকার। এদিন নেপালের পোখরায় চলা সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে নিজেদের মধ্যে বৈঠক করেন সুষমা ও আজিজ। বৈঠকে পাঠানকোট ছাড়াও পাক সীমানা পেরিয়ে ভারতে সন্ত্রাসবাদী হানা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।