
প্রবল ঝড়-বৃষ্টি, সেইসঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বজ্রাঘাতে বিহারে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৪ জনের। গুরুতর আহত হয়েছেন ২৪ জন। শুধু বিহার বলেই নয়, এদিন সকাল থেকেই উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হয় ৬ জনের। আহত হন ৪ জন। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ২ রাজ্যের একটা বড় অংশে জনজীবন স্তব্ধ হয়ে যায়। একদিনের বৃষ্টিতেই বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বহু বাড়িতে জল ঢুকে যায়। এদিকে বিহার, উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত্যুর খবরে ট্যুইট করে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিহারে বজ্রপাতে মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সবরকম ব্যবস্থা নিচ্ছে নীতীশ সরকার। মঙ্গলবারই বিহার, উত্তরপ্রদেশে প্রবেশ করল বর্ষা। বর্ষার প্রথম দিনেই যে তাণ্ডব মৌসুমী বায়ু দেখাল তাতে গোটা বর্ষা নিয়ে ইতিমধ্যেই সন্ত্রস্ত দুই রাজ্যের বাসিন্দারা।