ভয়ানক বিস্ফোরণে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হল উত্তরপ্রদেশের রায়বরেলির এনটিপিসি প্লান্ট। বুধবার বিকেলে ফেটে যায় প্লান্টের ৬ নম্বর ইউনিটের বয়লার। সেই সময় প্লান্টে শতাধিক কর্মী কাজ করছিলেন। রাত পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত শতাধিক। নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য তাঁদের পাঠানো হয়েছে। অত্যধিক তাপমাত্রার ফলে পাইপ ফেটে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
১৯৮৮ সালে উঁচাহার শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়। ৫টি প্লান্টের প্রতিটিতে দৈনিক প্রায় ২১০ মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। এর থেকেই এদিনের বিস্ফোরণের ভয়াবহতা সম্পর্কে আন্দাজ করা যায়। সময় যত বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও কতজন প্লান্টের ভিতরে আটকে আছেন তা জানা যায়নি। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আপাতত দুর্ঘটনাগ্রস্ত প্লান্টটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।