টানা বৃষ্টিতে এখনও বিপর্যস্ত চেন্নাই। অবিরাম বৃষ্টি চলায় অবস্থার উন্নতি তো হচ্ছেই না, বরং আরও জটিল আকার নিচ্ছে শহরের দুর্দশা। ভারী বর্ষণের জেরে সমস্ত স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। শহরের সাবওয়েগুলিতে যানচলাচল বন্ধ। বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তা এখনও জলের তলায়। গত ২৪ ঘণ্টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২টি শিশুর মৃত্যু হয়েছে।
বন্যা পরিস্থিতির জেরে রেল পরিষেবাও বন্ধ রয়েছে। শুধুমাত্র বিমান চলাচল কিছুটা স্বাভাবিক। নিচু এলাকাগুলিতে জলস্তর বেড়েই চলেছে। শুধু চেন্নাই বলেই নয়, বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একটা বড় অংশ। চাষ আবাদ লাটে উঠেছে। ফসল মাঠেই নষ্ট হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট।
উত্তরপূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকার জন্য এখনও ২ দিন চেন্নাইসহ আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতি পর্যালোচনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী এদিন একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন।