ওড়িশার মালকানগিরি জেলার সারিগেতা গ্রাম দেখল মানবিকতার নিদর্শন। সাধারণত প্রসূতিকে হাসপাতালে নিয়ে যান তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রাই। কিন্তু এক্ষেত্রে বিপদের চরম মুহুর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খোদ চিকিৎসক। প্রসূতির গর্ভযন্ত্রণা শুরু হলে চিকিৎসক ওংকার হোতাকে দূরের একটি নার্সিং হোম থেকে ডেকে আনেন গ্রামবাসীরা।
তরুণ চিকিৎসক গ্রামে এসে প্রসূতিকে পরীক্ষা করে দেখেন যা পরিস্থিতি তাতে সন্তান প্রসব তাঁকে গ্রামেই করাতে হবে। সেইমত চিকিৎসক গ্রামেই সন্তান প্রসব করান। কিন্তু সন্তান প্রসবের পর থেকে মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসক বুঝতে পারেন যা অবস্থা তাতে যেভাবেই হোক ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি।
রাস্তার বেহাল দশা। তাই তিনি নিজে এবং মহিলার স্বামী সহ গ্রামের আরও কয়েকজনকে নিয়ে জলা জঙ্গল পার করে ৮ কিলোমিটার খাটিয়া বয়ে প্রসূতিকে নিয়ে আসেন হাসপাতালে। তবে চিকিৎসকের এই নজিরবিহীন লড়াই বিফলে যায়নি। হাসপাতালে নিয়ে আসার পর মা এবং নবজাতকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।