আইএএস আধিকারিকের কাছ থেকে তোলাবাজি করতে গিয়ে ফাঁদে পড়ল দম্পতি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের ডোম্বেভেলিতে ভাড়ার ফ্ল্যাটে থাকা সতীশ মাঙ্গলে ও তার স্ত্রী শ্রদ্ধাকে গ্রেফতার করে মহারাষ্ট্রের থানে পুলিশ। অভিযোগ, দুর্নীতি বিতর্কে জড়িত আইএএস আধিকারিক রাধেশ্যাম মোপালওয়ারের কাছ থেকে ৭ কোটি টাকা দাবি করে সতীশ ও শ্রদ্ধা। টাকা না দিলে মোপালওয়ারের বিরুদ্ধে সংগৃহীত সমস্ত তথ্য প্রমাণ ফাঁস করে দেওয়ার হুমকি দেয় সতীশ ও তার অভিনেত্রী স্ত্রী।
গত অগাস্ট মাসেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ একটি অডিও রেকর্ডিংয়ে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে আইএএস অফিসার রাধেশ্যামকে পদ থেকে বহিষ্কার করেন। তার বিরুদ্ধে জমি-দুর্নীতির অভিযোগ ছিল। বিবাহবিচ্ছেদ নিয়ে তদন্ত করার সূত্রে রাধেশ্যামের সঙ্গে সতীশের পরিচয় হয়। সেইসময় সতীশ রাধেশ্যামের কিছু কথা রেকর্ড করে নেয়। রেকর্ডটা নিয়ে প্রথমে তারা ভেবেছিল স্থানীয় নেতার কাছে যাবে। কিন্তু পরে মত বদল করে ঐ রেকর্ড দিয়ে নিজেদের ভাগ্য পালটাতে রাধেশ্যামকে চাপে রাখার পরিকল্পনা করে তারা।
অভিযোগ, মাঙ্গলে দম্পতি প্রথমে রাধেশ্যামের থেকে ১০ কোটি টাকা দাবি করেছিল। শেষপর্যন্ত ৭ কোটিতে রফা হয়। রাধেশ্যামের কাছ থেকে হুমকির অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার থানের একজন পুলিশ অফিসার ছদ্মবেশে আগাম ১ কোটি টাকা নিয়ে মাঙ্গলে দম্পতির বলা নির্দিষ্ট স্থানে যান। সেখানে টাকা নিতে এসে হাতে নাতে ধরা পড়ে মাঙ্গলে দম্পতি।
পেশায় সতীশ একজন প্রাইভেট ডিটেকটিভ, তার স্ত্রী শ্রদ্ধা টেলিভিশন জগতে পরিচিত মুখ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি ল্যাপটপ, ৫টি মোবাইল, ৪টি পেন ড্রাইভ, বেশ কিছু সিডিসহ আরও কিছু বিতর্কিত নথি। ঘটনার তদন্তে নেমেছেন থানে পুলিশের গোয়েন্দা আধিকারিকেরা।