বিহারে ২টি পৃথক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল অন্তত ১২ জনের। নিখোঁজ বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। রবিবার সকালে সমস্তিপুরের বাগমতী নদীতে প্রথম দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, ৩০ জন যাত্রী সমেত একটি নৌকা নদীতে ডুবে যায়। ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গে জলে নেমে পড়েন স্থানীয় কিছু মানুষ। তাঁদের চেষ্টায় ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়। কয়েকজন যাত্রী নিজেরাই সাঁতরে পারে উঠে আসেন। বাকিদের উদ্দেশ্যে শুরু হয় তল্লাশি। রবিবার বিকেলের দিকে ৩টি দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। ৩ জনই মহিলা।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বৈশালীর ফতুয়ায়। গঙ্গার ধারে মস্তানা ঘাটে পিকনিক করার উদ্দেশ্যে জড়ো হন বেশকিছু মানুষ। স্থানীয় সূত্রে খবর, একটি শিশু আচমকা নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে নিজেদের জীবন বিপন্ন করে গঙ্গায় ঝাঁপ দেন একের পর এক মানুষ। তাঁরাও জলের স্রোতে তলিয়ে যান। রবিবার সন্ধে পর্যন্ত ৯টি দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন মহিলা ও ৪ জন পুরুষ। ডুবুরি নামিয়ে আরও ২ জনের খোঁজ চলছে।