National

মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন গিরিশ মহাজন

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন মহারাষ্ট্রের বিজেপি সরকারের মন্ত্রী গিরিশ মহাজন। গত শনিবার মহারাষ্ট্রের একটি চিনি কারখানার অনুষ্ঠানে গিরিশ মহাজন বলেন যে কোন পণ্য বা মদের বিক্রি বাড়াতে চাইলে সেই ব্র্যান্ডের নাম মেয়েদের নাম দিয়ে রাখলে বিক্রি বাড়বে। চাহিদাও বাড়বে। উল্লেখ্য, এই চিনি কারখানাটি মদও তৈরি করে থাকে।

মন্ত্রীর এই বক্তব্যটি ইউটিউবে আপলোড করা হলে নিন্দার ঝড় বইতে থাকে। এনসিপি নেতা নবাব মালিক কটাক্ষের সুরেই বলেন, মন্ত্রী হয়ত মদ্যপানে অভ্যস্ত। এই ধরণের অসামাজিক বার্তা দেওয়ার জন্য রাজ্যের মহিলাদের কাছে প্রতিবাদ জানানোর আর্জি জানান তিনি।


মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় মহিলারা মদ্যপানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। সেই অবস্থায় গিরিশ মহাজনের এই মন্তব্য বেশ দুর্ভাগ্যজনক বলে আওয়াজ তোলেন বিরোধীরা। বেগতিক বুঝে এরপরই মন্ত্রী তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন। ক্ষমা প্রার্থনা করে তিনি দাবি করেন, মহিলাদের ভাবাবেগকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button