গারদের ওপারে দিন কাটানো গুরমিত রাম রহিম ও তার বিতর্কিত কন্যা হানিপ্রীত বেশ কিছুদিন পর আবার এল খবরের শিরোনামে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে একটি বার্ষিক গাধার মেলায় এই ২ জনের নামাঙ্কিত গাধা বিক্রি হল ১১ হাজার টাকায়।
এই মেলায় বিক্রেতারা তাঁদের গাধার রকমারি নাম রাখার জন্য বিখ্যাত। জিএসটি, বাহুবলী, জিও-র মতো নাম ইতিমধ্যেই দেওয়া হয়েছে গাধাদের। মেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গুরমিত রাম রহিম এবং হানিপ্রীত নামের গাধা ২টি কেনেন রাজস্থানের এক ব্যবসায়ী। বিক্রেতা হরিওম প্রজাপত জানিয়েছেন, যে কাউকে কৃতকর্মের সাজা ভোগ করতেই হয়, এই বার্তা দেওয়ার জন্যই তিনি তাঁর গাধার নাম গুরমিত রাম রহিম ও হানিপ্রীতের নামে দিয়েছিলেন।