একটি ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বইল ইন্ডিগো বিমান পরিবহণ সংস্থার বিরুদ্ধে। হবে নাই বা কেন? যে ঘটনা ভিডিওটিতে ধরা পড়েছে তা যে কোনও ইন্ডিগো যাত্রীর জন্য আতঙ্কের। দাবি করা হয়েছে ভিডিওটি গত ১৫ অক্টোবর তোলা হয়েছিল। দিল্লি বিমানবন্দরে ক্যারিয়ার বাসের জন্য অপেক্ষা করছিলেন বছর ৫৩-র রাজীব কাটিয়াল। সেখানেই বিমানের ডানার নিচে ছাওয়ায় দাঁড়ানো নিয়ে বিমানকর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। অভিযোগ বিমান কর্মীরা কথা কাটাকাটির পর ওই যাত্রীকে বিমানে উঠতে বাধা দেয়। তারপর তাঁকে জাপটে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে।
ধস্তাধস্তির মধ্যেই এক বিমানকর্মী তাঁকে ধাক্কা দেয়। কি করে তার এমন সাহস হয়, সে প্রশ্ন তুলে ক্ষুব্ধ রাজীব কাটিয়াল পাল্টা ছেলেটিকে চেপে ধরেন। এরপরই তাঁকে মেঝেতে ফেলে ২ জন গ্রাউন্ড স্টাফ মারধর শুরু করে। রাজীব কাটিয়াল চেঁচাতেই থাকেন। কিন্তু মারের হাত থেকে রেহাই পাননি। এই ছবি সামনে আসতেই দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। চাপের মুখে রাজীব কাটিয়ালের কাছে ক্ষমা চেয়ে নেয় ইন্ডিগো কর্তৃপক্ষ। দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলেও সংস্থার তরফে জানানো হয়। এদিকে এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জয়ন্ত সিনহা।