নোটবন্দিকে ঘিরে বাংলায় প্রতিবাদের ঝড় বয়ে গেলেও দিল্লিতে খুলে গেল ডিজিটাল ইন্ডিয়ার নতুন দরজা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির হাতে উদ্বোধন হল ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে তৈরি প্রচার যান ‘ডিজিটাল রথের’। নগদহীন লেনদেনের সুবিধার ধারণা দেশের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতেই ডিজিটাল রথের পরিকল্পনা। কেন্দ্রের এই নয়া উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড সংস্থা মাস্টারকার্ড।
ডিজিটাল রথের মাধ্যমে প্রায় ১০ লক্ষ ব্যবসায়ীর কাছে ডিজিটাল লেনদেন সংক্রান্ত বার্তা পৌঁছনো যাবে বলে আশা করছে কেন্দ্র। কলকাতা, লখনউ, পুদুচেরি, ভোপাল সহ অন্যান্য শহর ঘুরে এই ডিজিটাল রথ ব্যবসায়ীদের তাঁদের ব্যবসা বৃদ্ধির কৌশল হিসাবে ডিজিটাল লেনদেনের ব্যবহার শেখাবে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)