
দিল্লির আপ বিধায়ক দীনেশ মোহানিয়াকে জামিন দিল না দিল্লি আদালত। তাঁকে আগামী সোমবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার সাংবাদিক সম্মেলনের মধ্যে থেকে দীনেশকে গ্রেফতার করে পুলিশ। এক মহিলার অভিযোগক্রমে তাঁকে গ্রেফতার করা হয়। ওই মহিলার অভিযোগ বিধায়ক তথা দিল্লির জল বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহানিয়ার কাছে তিনি তাঁর এলাকার জলাভাব নিয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তাঁর কথা না শুনে তাঁর শ্লীলতাহানি করেন দীনেশ। পরে গোবিন্দপুরী থানায় এই মর্মে একটি অভিযোগও দায়ের করেন ওই মহিলা। তারপরই দীনেশ মোহানিয়াকে সাংবাদিক সম্মেলনের মধ্যে থেকে কার্যত টেনে তুলে নিয়ে যায় পুলিশ। এদিন এক প্রৌঢ় ব্যক্তিও মোহানিয়ার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, জল সমস্যা নিয়ে কথা বলতে গেলে মোহানিয়া তাঁকে চড় মারেন। এই ঘটনাকে আসলে মোদী সরকারের চক্রান্ত বলে ব্যাখ্যা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।