National

বানরের পেট্রোল আসক্তি!

বানরকুলে কলাটা, সবজিটা, বাদামটা দিব্যি চলে! এমনকি দুধ খেতেও বেজায় ভালবাসে তারা। কিন্তু বানর যে পেট্রোল খেতেও পছন্দ করে, তা জানা ছিল কি? হরিয়ানার পানিপথে কিন্তু এখন অন্যতম আলোচ্য পেট্রোলপায়ী এক বানর। ফল, বাদাম, সবজি কিছুই নাকি তার মুখে রুচছে না। নেশার মত টানে কেবল পেট্রোল। ইনি এমনই পেট্রোল আসক্ত যে প্রয়োজনে তা চুরি করে খেতেও পিছপা হননা। বানরের এইরকম ব্যতিক্রমী আচরণে স্বভাবতই হতবাক সাধারণ মানুষ থেকে শুরু করে পশু সংগঠনের লোকজন।

বেশ কিছুদিন ধরে পানিপথের ওই এলাকায় বাইক আরোহীরা খেয়াল করছিলেন যে বাইকে যথেষ্ট পরিমাণে তেল তাঁরা ভরছেন। কিন্তু কিছুক্ষণের পর দেখছেন পেট্রোল গেছে ফুরিয়ে। তাই পেট্রোল চোরকে ধরতে ফাঁদ পাতেন তাঁরা। আর সেই ফাঁদে যিনি ধরা পড়লেন তাকে দেখে তো তাঁদের চক্ষু চড়কগাছ। বাইকের জ্বালানি তেল ভরার পাইপ দিয়ে চোঁ চোঁ করে কোল্ড ড্রিংকস-এর মত পেট্রোল সাবাড় করছে বানর বাবাজীবন। বানরটি এখনও পর্যন্ত কাউকে আক্রমণ করেনি। তবে তার পেট্রোল সেবনে কেউ যদি বাধা দেয়, তখন সে কি করবে সেটা এখনই বলা যাচ্ছেনা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button