
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেফতার হলেন দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির ৬৫ জন মন্ত্রী, বিধায়ক। এরমধ্যে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও রয়েছেন। শনিবার সাংবাদিক সম্মেলনের মাঝেই আপ বিধায়ক দিনেশ মোদানিয়াকে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। যদিও এই গ্রেফতারি আসলে মোদী সরকারের ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করে ক্ষোভ উগড়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এভাবে তাঁদের বিধায়কদের বিভিন্ন অভিযোগে গ্রেফতারির প্রতিবাদে এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে আত্মসমর্পণ করতে যান মণীশ সিসোদিয়ার নেতৃত্বে আপের ৬৫ জন মন্ত্রী, বিধায়ক। কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত পৌঁছনোর আগেই তাঁদের ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ।