রাজস্থানের শিক্ষা দফতরের পত্রিকা ‘শিবিরা’ মেয়েদের সুস্থ থাকার জন্য ঘর মোছা, গম ভাঙ্গা সহ অন্যান্য ঘরোয়া কাজের পরামর্শ দিয়েছে। পত্রিকাটিতে এই পরামর্শ বার হওয়ার পরই সমালোচনার মুখে পড়েছে শিবিরা। পত্রিকার নভেম্বর সংখ্যায় লেখা রয়েছে, মর্নিং ওয়াক, নাচ, সাইকেল চালানো, ঘোড়ায় চড়া, সাঁতার বা অন্য কোনও ক্রীড়া স্বাস্থ্যের জন্য ভাল। মহিলারা বিভিন্ন গৃহকর্মের দ্বারাও নিজেদের সুস্থ রাখতে পারেন।
সমাজকর্মীরা একটি শিক্ষা পত্রিকায় মেয়েদের শরীর ঠিক রাখার এই পরামর্শকে ভালো চোখে দেখছেন না। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ-এর জাতীয় সচিব কবিতা শ্রীবাস্তব এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর বক্তব্য, সেই গতে বাঁধা ভাবনা থেকে যখন মুক্তির স্বপ্ন দেখছেন মেয়েরা, ঠিক তখনই শিক্ষা দফতরের পত্রিকায় এই ধরণের লেখা খুবই লজ্জাজনক।
তবে রাজস্থানের শিক্ষা দফতরকে নিয়ে এটিই প্রথম বিতর্ক নয়। এর আগেও সেখানকার স্কুলে পড়ার বইয়ে একটি ৬ লাইনের মন্ত্র ছাত্রদের খেতে বসার আগে উচ্চারণের পরামর্শ দেওয়া হয়েছিল।