দূষণ ও কুয়াশায় জেরবার দিল্লিবাসী। গোদের ওপর বিষফোঁড়া হয়ে এবার আগুন লাগল রাজধানীর জঞ্জালের আস্তাকুঁড়ে। শনিবার কাকভোরে আচমকা আগুন লাগে উত্তর দিল্লির আজাদপুর মান্ডির কাছে ভালসাওয়ায় ৪০ একর জুড়ে বিস্তৃত শহরের জঞ্জাল ফেলার জায়গায়। দিল্লির সবথেকে বড় জঞ্জালের আঁতুড়ঘরে। দৈনিক প্রায় ২৭০০ টন আবর্জনা এখানে ফেলা হয়। ৬০ মিটার উঁচু সেই পাহাড়প্রমাণ জঞ্জালকে রাসায়নিক পদ্ধতিতে পচিয়ে উৎপন্ন করা হয় মিথেন গ্যাস। যা জ্বালানির কাজে ব্যবহার করা হয়।
শীতকালে আবহাওয়া রুক্ষ হওয়ার জন্য এমনিতেই আগুন ধরে যাওয়ার প্রবণতা থাকে। শনিবার মাঝরাতে হঠাৎ আগুন লেগে যায় ভালসাওয়ারের শুকনো জঞ্জালের স্তূপে। দাউ দাউ করে জ্বলে ওঠে জঞ্জাল। ধারণ করার স্বাভাবিক ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত ময়লা মজুত করার জন্যই এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার সাথে সাথেই চারপাশ বিষাক্ত শ্বাসরোধী মিথেন গ্যাসের কটু গন্ধে ভরে ওঠে।
অতিরিক্ত কলকারখানা ও যানবাহন থেকে দূষণের কারণে দীর্ঘদিন দিল্লি প্রবল দূষণে আক্রান্ত। বলা হচ্ছে এখানকার আকাশে বিষ, বাতাসে বিষ। সেই বিষাক্ত আবহাওয়া নিয়ে এমনিতেই দিল্লিবাসী থেকে প্রশাসনের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় বাতাসে নতুন করে এত ধোঁয়া আর মিথেন গ্যাস মিশে যাওয়ায় পরিবেশের আরও কতটা দফারফা হয় তা ভেবেই প্রমাদ গুনছেন সকলে।