ফের ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে নৌকা পারাপারের অভিযোগ। ফের মৃত্যু। কৃষ্ণা নদীতে নৌকাডুবিতে মৃত্যু হল ১৬ জনের। যারমধ্যে ৭ জন মহিলা। রবিবার বিকেল পৌনে ৬টা নাগাদ একটি নৌকা যাত্রী নিয়ে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কাছে ভবানী দ্বীপ থেকে পবিত্র সঙ্গনম আসছিল। কার্তিক মাসে বিশেষ ধর্মীয় উৎসব উপলক্ষে মানুষজন পবিত্র সঙ্গমে ভিড় জমান।
এদিন রবিবার হওয়ায় ভিড় বেশি ছিল। অভিযোগ, কৃষ্ণা নদীর ওপর নৌকাটি অতিরিক্ত যাত্রী নিয়ে টাল সামলাতে না পেরে মাঝনদীতে উল্টে যায়। সব যাত্রীর গায়ে তখন লাইফ জ্যাকেট বাঁধা ছিলনা। নৌকাডুবির পর যতজনের গায়ে লাইফ জ্যাকেট বাঁধা ছিল তাঁরা বেঁচে যান। বাকিদের কয়েকজনকে স্থানীয় লোকজন সাঁতরে গিয়ে উদ্ধার করেন। সাহায্য করেন স্থানীয় মাঝিরা। কিন্তু ২৩ জনকে উদ্ধার করা যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়। যারমধ্যে ৫ জনকে সন্ধের আগেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারের কাজ শুরু হলেও রাতের অন্ধকারে উদ্ধারকাজে সমস্যা হয়।
মাঝনদীতে কোথায় দেহ গেল তার খোঁজ পেতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। ভবানী দ্বীপ থেকে পবিত্র সঙ্গনম, কৃষ্ণা পারাপারের জন্য বেসরকারি এজেন্সিকে বরাত দিয়েছিল সরকার। কিন্তু স্থানীয়দের অভিযোগ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে প্রায় প্রতিদিনই চলত ঝুঁকির পারাপার।