
জড়িয়ে ধরে আচমকাই গালে চুমু। আর তাতেই আপাতত তোলপাড় কর্ণাটক। হবে নাই বা কেন! কার গালে চুমু তা তো দেখতে হবে! রাজ্যের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন অংশ নেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেখানেই গ্রুপ ফটো তেলার সময় গিরিজা শ্রীনিবাস নামে এক তরুণী পঞ্চায়েত সদস্যা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আচমকাই গিরিজা ঘুরে সিদ্দারামাইয়ার গাল জড়িয়ে তাঁর অন্য গালে চুমু খেয়ে বসেন। চুমু পেয়ে বেশ খুশি সিদ্দারামাইয়াও। তাঁর মুখের হাসি বলে দিচ্ছিল তাঁর মনের কথা। যদিও এই ঘটনায় কর্ণাটক জুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। বেগতিক বুঝে সিদ্দারামাইয়া জানিয়ে দেন গিরিজা তাঁর মেয়ের মতন! অন্যদিকে গিরিজার দাবি ভেবেচিন্তে নয়, আবেগের বসেই মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে চুমু খেয়ে বসেন তিনি। তবে মুখ্যমন্ত্রী তাঁর পিতৃতুল্য বলতেও ভোলেননি গিরিজা।