উত্তরপ্রদেশের উন্নাওয়ে চলন্ত গাড়িতে তরুণীকে জোর করে তুলে গণধর্ষণের অভিযোগ উঠল ৫ জনের বিরুদ্ধে। গণধর্ষণের পর একটি ফাঁকা জায়গায় ওই তরুণীকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতকারীরা।
২৩ বছরের নির্যাতিতা উন্নাওয়ের কাছে হারিমপুর গ্রামের বাসিন্দা। বুধবারই আমেদাবাদ থেকে ট্রেনে তিনি কানপুরে আসেন। সেখান থেকে তাঁর গ্রাম হামিরপুরে যাওয়ার জন্য বাস ধরতে বাসস্টপেজে যান। কিন্তু বাস না পেয়ে হাঁটা আরম্ভ করেন তিনি। অভিযোগ, রাস্তায় তাঁর পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িতে গ্রামের ২ পরিচিত যুবক ছিল। তারা ওই তরুণীকে গ্রাম পর্যন্ত ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়। চেনা পরিচিত হওয়ায় তরুণী না করেননি। কিন্তু গাড়িতে উঠতে যাওয়ার সময় তাঁর নজরে পড়ে গাড়িতে ওই ২ যুবক ছাড়াও আরও ৩ অপরিচিত ব্যক্তি রয়েছে। তরুণীর সন্দেহ হলেও না বলার সময়টুকু দেয়নি তারা। অভিযোগ, তরুণীকে তারা জোর করে টেনে গাড়িতে তোলে। এরপর, চলন্ত গাড়ির মধ্যেই তাঁকে গণধর্ষণ করা হয়। পরে একটি নির্জন স্থান দেখে তাঁকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে চম্পট দেয় অভিযুক্তেরা।
অভিযোগ পাওয়ার পর জেলা হাসপাতালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করায় উন্নাও পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও কারও খোঁজ পাওয়া যায়নি।