
১০ বছরের এক বালকের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করল একটি ১৬ বছরের মেয়ে। উত্তরপ্রদেশের বিধনুর কুলহাউলি গ্রামের এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় কানাঘুষো শুরু হয়েছে। সারা দেশ জুড়ে যেখানে দুধের শিশু কন্যা থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষদের যৌন লালসার শিকার হচ্ছেন, সেখানে এমন উলট পুরাণে রীতিমত হতবাক সকলে। অভিযোগ, ১০ বছরের ওই বালককে তারই বাড়িতে ডেকে নিয়ে যায় ওই কিশোরী। তারপর তাকে জোর করে তার সঙ্গে যৌন মিলনে বাধ্য করে। এতে বালকটির যৌনাঙ্গ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় পুলিশও কোন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করবে তা নিয়ে ধন্ধে। নাবালিকা মেয়ের এমন প্রবৃত্তি ঠিক কোন ধারায় পড়বে তা জানতে আইনজীবীদের দ্বারস্থ হয়েছে তারা।