শেষ ৩ মাসে ৩ বার আকাশে পাখির ধাক্কা খেল ইন্ডিগোর বিমান। বৃহস্পতিবার মধ্যরাতে চেন্নাই বিমানবন্দর ছেড়ে ওড়ার পরই বিমানটি পাখির সঙ্গে ধাক্কা খায়। রাত ২টো বেজে ১৫ মিনিটে চেন্নাই থেকে দোহাগামী ইন্ডিগোর বিমানটি আকাশে ওড়ে। কিন্তু তার খানিক পরেই পাইলট বুঝতে পারেন পাখির সঙ্গে ধাক্কা লেগেছে বিমানটির। বিপদের সম্ভাবনা আঁচ করে তিনি চেন্নাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ফের চেন্নাই বিমানবন্দরে অবতরণের অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল সবুজ সংকেত দিলে ফের বিমানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে। তবে বিমানটি তখন নিরাপদই ছিল। যাত্রীদেরও কোনও সমস্যা হয়নি। বিমানটিতে মোট ১৩৪ জন যাত্রী এবং ৭ জন বিমানকর্মী ছিলেন।
নিরাপত্তাজনিত কোনও সমস্যা না হলেও পাখির ধাক্কায় বিমানটির সামান্য ক্ষতি হয়। তাই ওই বিমানে দোহা রওনা দেওয়ার ঝুঁকি নেয়নি ইন্ডিগো সংস্থা। যাত্রীদের নিয়ে ভোর সাড়ে ৪টেয় ইন্ডিগোর অপর একটি বিমান দোহার উদ্দেশে পাড়ি দেয়।