যাঁর পদবি নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর আলটপকা মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়লেন, সেই মানুষী ছিল্লারই তাঁকে যাবতীয় অপ্রস্তুত পরিস্থিতি থেকে বার করে আনলেন। ভারতীয় অর্থনীতি সারা বিশ্বকে কিভাবে চালনা করে তার উদাহরণ দিতে গিয়ে শশী বলেছিলেন, এর প্রকৃষ্ট উদাহরণ ছিল্লারের বিশ্ব জয়। প্রসঙ্গত হিন্দিতে ছিল্লার শব্দটার অর্থ খুচরো পয়সা। মানে ভারতীয় খুচরো পয়সাও এখন বিশ্বজয় করছে। শশীর এই বক্তব্যের পরই রাগে ফেটে পড়েন অনেকে।
হরিয়ানার ছিল্লার পদবি নিয়ে ঠাট্টাতামাসা করার অভিযোগে প্রবল ভর্ৎসনার মুখে পড়েন শশী। চাপের মুখে ট্যুইট করে জানান তিনি কাউকে আঘাত করার জন্য নয়, নেহাত মজা করেই কথাটা বলেছিলেন। ছিল্লার নিয়ে যখন এসব তোলপাড় চলছে তখন যাঁকে নিয়ে এতকিছু সেই সদ্য বিশ্ব সুন্দরী হওয়া মানুষীর মুখ থেকে একটা বাক্যও শোনা যায়নি। অবশেষে মুখ খুললেন তিনি। আর মুখ খুলে কার্যত শশীর পাশেই দাঁড়ালেন। জানিয়ে দিলেন শশী মজা করে কি বলেছেন তা নিয়ে তিনি দুঃখিত নন। বিষয়টাকে লঘু করেই দেখান মানুষী। ফলে এ যাত্রায় রক্ষা পেলেন বিতর্কের মুখে পড়া শশী থারুর। ছবি – সৌজন্যে – ট্যুইটার