রাস্তার ধারে প্রস্রাব করে বিতর্কের মুখে পড়লেন মহারাষ্ট্রের জল সংরক্ষণমন্ত্রী রাম শিণ্ডে। ঘটনাটি ঘটেছে শোলাপুর-বাড়শি রোডে রাস্তার ধারে। গত রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সাদা রঙের জামা ও ধুতি পরা মন্ত্রীর মূত্রত্যাগের ছবি। এরপরেই ওঠে সমালোচনার ঝড়।
দেশের প্রধানমন্ত্রী একদিকে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের জোরকদমে প্রচার চালাচ্ছেন। অন্যদিকে মহারাষ্ট্রের বিজেপি শাসিত সরকারের মন্ত্রী খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছেন। তাও কিনা নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে।
যেখানে একজন মন্ত্রী এইরকম কাণ্ডজ্ঞানহীন কাজ করতে পারেন, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে নিয়ম মেনে শৌচাগারে মূত্রত্যাগ করার আশা করা উচিত নয় বলেই দাবি বিরোধীদের।
তবে জল সংরক্ষণ মন্ত্রী নিজের হয়ে সাফাই দিতে ছাড়েননি। এক মাস ধরে ‘জলযুক্ত শিবর’ প্রকল্পের জন্য তাঁকে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। দীর্ঘ যাত্রাপথে অনেক জায়গায় শৌচাগার থাকে না। ফলে খোলা জায়গায় প্রস্রাব করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী রাম শিণ্ডে।
যদিও সাফাইতে রাগ কমছে না বিজেপির। একে গত রবিবার পালিত হয়েছে ‘বিশ্ব টয়লেট দিবস’। আর ঠিক ওদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খোলা জায়গায় মন্ত্রীর মূত্রত্যাগের ছবি।
ফলে সমালোচনা আর ব্যঙ্গবিদ্রূপের শিকার বিজেপি এখন মুখ লোকানোর জায়গা পাচ্ছেন না। ঢাকঢোল পিটিয়ে স্বচ্ছ ভারত অভিযানের কথা প্রচার করে শেষে কিনা দলের নেতাই এমন কাণ্ড ঘটালেন? স্বভাবতই রেগে টং বিজেপি নেতৃত্ব।