চলে গেলেন ভারতের আধুনিক শিল্পরীতির অন্যতম কাণ্ডারি কে জি সুব্রহ্মনিয়ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পদ্ম বিভূষণ সম্মানের অধিকারি এই শিল্পীর জন্ম কেরালায়।
কম বয়সেই গান্ধীবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে জড়িয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। ভারত ছাড়ো আন্দোলনের সময় বেশ কিছুদিন জেলেও কাটান সুব্রহ্মনিয়ন।
চল্লিশের দশকেই শান্তিনিকেতনের কলাভবনে শিক্ষানবিশ হিসাবে আসেন তিনি। নন্দলাল বসু ও রামকিঙ্কর বেজের মত মানুষকে গুরু হিসাবে পেয়েছেন এই বিখ্যাত শিল্পী। পরে নিজেই কলাভবনে শিক্ষকতা করেন।
শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর ভদোদরায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন তিনি। তাঁর টেরাকোটার কাজ বিশ্ববিখ্যাত।
ভারতের শিল্প ইতিহাসে যে নব্যযুগ শুরু হয়েছিল তার অন্যতম কাণ্ডারি ছিলেন সুব্রহ্মনিয়ন। তাঁর প্রয়াণে দেশের শিল্প মহলে শোকের ছায়া নেমে আসে।