পরীক্ষায় খারাপ করার জন্য শিক্ষিকার কাছে প্রচণ্ড বকুনি খেয়েছিল ৪ ছাত্রী। তারপরই তারা কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। পুলিশের প্রাথমিক অনুমান শিক্ষিকার বকুনি খেয়েই আত্মঘাতী হয়েছে ৪ ছাত্রী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে। শুক্রবার ভেলোর জেলার পানাপক্কম গ্রামের কাছে একটি কুয়ো থেকে চারজনের মধ্যে ৩ ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। বাকি আরেক ছাত্রীর দেহ উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল দীপা, শঙ্কর, মনীষা ও রেবতী নামে ৪ কিশোরী। তারা তামিলনাড়ুর ভেলোর জেলার পানাপক্কমের একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রের খবর, পরীক্ষায় ভাল ফল না করায় কিছুদিন আগে স্কুলের শিক্ষিকা তাঁদের ৪ জনকে তিরস্কার করেন। ওই ৪ ছাত্রীর পড়াশোনার বিষয়ে আলোচনার জন্য তাঁদের অভিভাবকদের ডেকে পাঠান তিনি। এরপর গত শুক্রবার দুপুর থেকে খুবই ঘনিষ্ঠ ওই ৪ ছাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা পানাপক্কম গ্রামের কুয়োর কাছে ছাত্রীদের সাইকেল দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে গভীর কুয়ো থেকে ৩ জন ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে। শিক্ষিকার বকাবকিতে অভিমানে ওই ৪ ছাত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্তে ছাত্রীদের অভিভাবক ও স্কুলের শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।