দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পাশ মার্ক কমানোর সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর দ্যা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস। ফলে আইসিএসইতে পাশের জন্য প্রয়োজনীয় নম্বর কমল। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে সিআইএসসিই-র তরফে জানান হয়েছে আইসিএসই-তে পাশের নম্বর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৩৩ শতাংশ করা হয়েছে। কমেছে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা আইএসসি-তে পাশের হারও। ৪০ শতাংশ থেকে কমিয়ে তা করা হয়েছে ৩৫ শতাংশ। তবে এখনই এই নিয়ম কার্যকর হচ্ছেনা।
২০১৯ সালে যেসব ছাত্রছাত্রী আইসিএসই বা আইএসসি দেবে, তাদের থাকেই শুরু হবে এই নয়া বিধি। দেশের অন্যান্য বোর্ডের সঙ্গে পাশের নম্বরের সামঞ্জস্য রাখতেই এই পদক্ষেপ বলে কাউন্সিলের তরফে জানানো হয়েছে। নবম ও একাদশ শ্রেণির ক্ষেত্রেও এই একই নিময় কার্যকর করা হয়েছে।