
দুই মেয়েকে গলা কেটে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের টিচার্স কলোনি এলাকায়। ওই মহিলার দাবি, তাঁর স্বামী মেয়েদের ওপর যৌন অত্যাচার করত। এই অত্যাচার থেকে দুই মেয়েকে মুক্তি দিতেই এই হত্যা বলে স্বীকার করেছেন ধৃত রজনী। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে রজনী একটি বোতল ভেঙে তাঁর আট বছরের মেয়ে অস্ভিতা ও তিন বছরের মেয়ে তভিষ্কার গলা কেটে দেন। তারপর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের বান্ধবীকে ফোন করে খুনের কথা জানিয়ে দেন। এরমধ্যে রজনীর স্বামী বাড়ি ফিরে দেখেন এক মেয়ে খাটের নিচে ও অন্যজন বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমবিএ পাশ রজনী আত্মসমর্পণের আগে আত্মহত্যারও চেষ্টা করেন। এদিকে স্বামীর বিরুদ্ধে মেয়েদের ওপর যৌন হয়রানির যে অভিযোগ রজনী করেছেন সে সম্বন্ধে কোনও তথ্য প্রমাণ তাদের হাতে আসেনি বলেই জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে।