ভূমি থেকে আকাশ মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইজরায়েলের সঙ্গে যৌথ প্রযুক্তিতে বানান হয়েছে। বৃহস্পতিবার সকাল সওয়া আটটায় ওড়িশার চাঁদিপুরের সমুদ্রতট থেকে ক্ষেপণাস্ত্রটি ছাড়া হয়। আকাশে নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত করে সেটি।
বানসি নামক একটি যান এই ক্ষেপণাস্ত্রটিকে টেনে নিয়ে যায়। ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার ফলে ভবিষ্যতে আকাশপথে দেশের সুরক্ষা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমল বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। ক্ষেপণাস্ত্রটি ৫০-৬০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম বলে জানান হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার জন্য এদিন বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছিল।