ভূমি থেকে আকাশ সুপারসনিক ক্ষেপণাস্ত্র আকাশ-এর সফল পরীক্ষা করল ভারত। মঙ্গলবার বিকেলে এই পরীক্ষা করা হয়। ওড়িশার চাঁদিপুর থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ২৫ কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্রটি ৫৫ কেজি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম।
রাডার, টেলিমেট্রি ও ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম, এই ৩টিকে ধরা হয় একটি সঠিক ক্ষেপণাস্ত্রের নিদর্শন। এদিন এই ৩টি বিষয়ই সম্পূর্ণ সঠিকভাবে কাজ করেছে। ফলে ভারতীয় সেনায় ফের যুক্ত হল একটি ছোট পাল্লার ক্ষেপণাস্ত্র। যা অবশ্যই ভারতীয় সেনার জন্য বড় পাওনা। এদিন আকাশের সফল পরীক্ষার পর ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সব ধরণই চলে এল সেনা বাহিনীর হাতে।