মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গেল ৭ মাওবাদী। যাদের মধ্যে ৫ জন মহিলা। গড়চিরোলিতে মাওবাদীরা যে বিগত কয়েক দিন ধরে সক্রিয় হয়ে উঠেছে তার খবর ছিল গোয়েন্দা বিভাগের কাছে। গত নভেম্বরেই মাওবাদীদের আক্রমণে ২ জন পুলিশ অফিসারসহ মোট ৭ জনের মৃত্যু হয়।
বুধবার সকালে গড়চিরোলির কালেড় গ্রামের কাছে জঙ্গলে আত্মগোপন করে থাকা মাওবাদীদের উপর আক্রমণ করে মহারাষ্ট্রের মাওবাদী-দমন শাখা। আকস্মিক আক্রমণের মুখে দিশাহারা হয়ে যায় মাওবাদীরা। কিছুক্ষণ গুলির লড়াই চালালেও সংঘর্ষে মারা যায় ৭ জন। অভিযান সফল হওয়ার পর মৃত মাওবাদীদের দেহ জঙ্গল থেকে উদ্ধার করে মহারাষ্ট্র পুলিশ।