National

৬ দিন আগে ‘মৃত’ শিশুর মৃত্যু হল বুধবার

দিল্লির ম্যাক্স হাসপাতালে ৬ দিন আগে ঘোষিত ‘মৃত’ শিশুটির মৃত্যু হল বুধবার। চিকিৎসকদের হাজার চেষ্টার পরও তাকে বাঁচানো গেলনা। ৬ দিন যমে মানুষে টানাটানির পর মৃত্যুর কোলে ঢলে পড়ল সদ্যোজাতটি। যদিও তাতে দিল্লির অন্যতম নামী ম্যাক্স হাসপাতালের ওপর থেকে সমালোচনার খাঁড়া নামছে না।

গত সপ্তাহে খবরের শিরোনামে উঠে আসে একটি ঘটনা। দিল্লির ম্যাক্স হাসপাতালে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া যমজ শিশুকে মৃত বলে ঘোষণা করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাদের ডেথ সার্টিফিকেটও ইস্যু করে দেয় হাসপাতাল। প্যাকেটবন্দি করে মৃত ২ শিশুকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর শোকস্তব্ধ পরিবার ২ শিশুকে নিয়ে সৎকারের উদ্দেশে রওনা হয়। পথে আচমকাই পরিবারের একজনের নজরে পড়ে একটি শিশু মৃত হলেও অপরটি জীবিত। দ্রুত তাকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা সবরকম চেষ্টা চালান শিশুটিকে বাঁচানোর। এদিন সেই শিশুর মৃত্যু হলেও প্রশ্ন কিন্তু রয়েই গেল।


কীভাবে একটি জীবিত শিশুকে মৃত বলে জানিয়ে ম্যাক্স হাসপাতাল এভাবে পরিবারের হাতে তুলে দিল তা নিয়ে প্রশ্ন উঠছে দেশ জুড়ে। চাপে পড়ে ইতিমধ্যেই ২ চিকিৎসককে বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাতেও অবশ্য মুক্তি মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি সরকার।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button