বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আগামী শুক্রবার ওড়িশার উপকূলীয় এলাকা ভাসিয়ে দিতে চলেছে। যে গতিতে নিম্নচাপটি স্থলভূমির দিকে এগোচ্ছে তাতে বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যেই তা স্থলভূমিতে ঢুকে পড়বে। নিম্নচাপটির অভিমুখ রয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার দিকে। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ফলে আগামী শুক্র ও শনিবার ওড়িশা জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। সাবধান করা হয়েছে মৎস্যজীবীদেরও। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহবিদদের ধারণা শনিবারের পর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে পড়বে। তবে রবিবার পর্যন্ত ওড়িশা জুড়েই বৃষ্টি হবে। এদিকে নিম্নচাপের অভিমুখ অন্ধ্র ও ওড়িশা উপকূল হলে তা পশ্চিমবঙ্গের জন্য ভাল বলেই মনে করা হচ্ছে। এতে পশ্চিমবঙ্গে বৃষ্টি হলেও তা হয়তো ব্যাপক আকার নেবে না।