কন্ডোমের বিজ্ঞাপন শিশুর সারল্যমাখা শৈশবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কায় টেলিভিশনে কন্ডোমের বিজ্ঞাপনী সম্প্রচারের সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দেশের বিভিন্ন পরিবার তাঁদের শিশুদের সঙ্গে বসে অনেক সময় টেলিভিশনের অনুষ্ঠান দেখে থাকেন। তাছাড়া শিশুরাও আলাদা করে তাদের পছন্দের অনুষ্ঠানগুলি টিভিতে দেখতে ভালোবাসে। সেইসময় অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপনে ঘুরে ফিরে আসে রগরগে যৌনতায় ভরপুর কন্ডোমের বিজ্ঞাপনগুলি। যা আর যাইহোক শিশুদের সঙ্গে নিয়ে বসে দেখা মোটেও সুখের নয়। পাশাপাশি শিশুদের কৌতূহলী মনে তার প্রভাবও পড়ে।
এসব কথা মাথায় রেখে বিজ্ঞাপনগুলির সম্প্রচারের সময়সীমা এবার থেকে প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বেঁধে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সরকার নির্দেশিত এই আইন লঙ্ঘন হলে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।